বর্সেলোনা থেকে জেবুন্নেছা জেবু:বার্সেলোনা শহরের প্রান কেন্দ্রে কাইয়ে ছেরারস্থ বাংলা স্পাইস রেষ্টুরেন্টে বিয়ানী বাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের আলোচনা সভ অনুষ্টিত হয়েছে।ফয়সাল আহমদের কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের
শুভ সুচনা হয়।আইনুল হকের পরিচালনায়
অনুষ্টানে সভাপতিত্ব করেন আবু হোসেন আবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা রফিক উদ্দিন, সংগঠনের সভাপতি আলিম উদ্দিন,সাধারন সম্পাদক জসিম উদ্দিন,সহ সভাপতি ,সহ সভাপতি মুর্শেদ আলম লায়েক,সাংগঠনিক সম্পাদক মহমুদুর রহমান রাসেল,অর্থ সম্পাদক আব্দুল জব্বার খসরু,জসিম উদ্দিন,আলী হোসেন মুরাদ,আবুল খায়ের আবু, ফয়সল আহমেদ,আইনুল হক, দিলাল উদ্দিন, দেলুয়ার,রাজু আহমেদ,খালেদ ইসলাম প্রমুখ।
বক্তারা বার্সেলোনায় তথা কাতালোনীয়ায় অবস্হানরত বিয়ানী বাজার বাসির কল্যানের কথা বিবেচনা করে দুস্থ মানুষের সব ধরনের সহযোগিতার কথা বলেন।উপদেষ্টা রফিক উদ্দিন তার বক্তব্যে বলেন
বিয়ানী বাজার বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্নজেলা।দেশ ও পরিবারের স্বার্থে সিংহভাগ মানুষ বিদেশগামী অথবা বিদেশে অবস্হানরত।এদের স্বনির্ভরতা এবং বহুমুখি উন্নয়ন কল্পে সংগঠনের বিকল্প নাই।সামাজিক এবং মানবিক কল্যানের দিক বিবেচনা
করে সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে নিজেদের উন্নতিসহ রাষ্ট্রকে উন্নত ও কল্যানময় রাষ্ট্রে উপনিত করা সম্ভব।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন,আধার কাটিয়ে সুর্য রশ্মির বিচ্ছুরণ হয়,ঠিক তেমনি আমাদের বাঁধা পেরিয়ে এগিয়েয়ে যেতে হবে।পরিশেষে উপস্হিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
