বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলি এবং মর্টারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া শুক্রবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ভারি অস্ত্রের একটি বুলেট এসে পড়ে।
তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস জানান, বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল নিক্ষেপ এবং গোলাগুলির ঘটনা ঘটছে। কিন্তু সীমান্ত ঘেঁষা ঘুমধুম, তুমব্রু, রেজু-আমতলী, বাইশফাঁড়ি সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা শব্দ শুনতে পাচ্ছেন। মর্টারশেলের বিকট শব্দে কেঁপে উঠছে পুরো এলাকা।
তিনি বলেন, শুক্রবার বিকালে মিয়ানমারের ছোড়া একটি বুলেটও এসে পড়েছে তুমব্রু সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে। তার আগে দুবার মর্টারশেল এসে পড়েছিল সেখানে।