দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। ‘হিন্নামোর’ নামের এ টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

বুধবার কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। খবর আলজাজিরার।

জানা গেছে, টাইফুনের কারণে প্রায় পাঁচ হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এতে প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

টাইফুন আঘাত হানার আগে দেশটির কর্তৃপক্ষ দেশজুড়ে ছয়শরও বেশি স্কুল বন্ধ এবং স্থানীয় এয়ারলাইন্সের ২৫০টি ফ্লাইট বাতিল করেছে। এর আগে গেল আগস্টে দক্ষিণ কোরিয়ার রাজধানী শহরে বৃষ্টি সৃষ্ট বন্যায় ১৪ জন নিহত হন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ