যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিকল সবচেয়ে বড় ব্রিটিশ যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরুর মাত্র একদিন পর বিকল হয়ে গেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হিসেবে খ্যাত রয়্যাল নেভি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অব ওয়েলস ।  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩ বিলিয়ন পাউন্ডের যুদ্ধজাহাজটি পোর্টসমাউথ থেকে ‘ল্যান্ডমার্ক’ এভিয়েশন ট্রায়াল মিশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উদ্দেশে যাচ্ছিল।

এ ব্যাপারে রয়্যাল নেভির এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধজাহাজটি আইল অব উইটের কাছে দক্ষিণ উপকূল অনুশীলন এলাকায় রয়ে গেছে। কারণ রয়্যাল নেভি ‘হঠাৎ সৃষ্টি হওয়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্ত’ করছে। এর বেশি মন্তব্য করতে তারা রাজি হয়নি।

প্রতিরক্ষা বিষয় নিয়ে কাজ করা অনলাইন নিউজ সাইট ‘ইউকে ডিফেন্স জার্নাল’ প্রথম এই যান্ত্রিক ত্রুটির ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে স্টারবোর্ড প্রপেলার শ্যাফ্টের সমস্যার কথা উল্লেখ করা হয়।

ব্রিটেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ও ন্যাটোর ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অব ওয়েলসের অবশ্য বারবার সমস্যায় পতিত হওয়ার ইতিহাস আছে। এর আগে ২০২০ সালের শেষের দিকে পোর্টসমাউথের ইঞ্জিন রুমে পানি ঢুকে বৈদ্যুতিক সমস্যার কারণে বিকল হয়ে পড়ে। যুদ্ধজাহাজটি যাত্রা শুরুর প্রথম দুই বছরে পাঁচ মাসের মধ্যে দুবার স্প্রিং লিক হওয়ার কারণে সমুদ্রে ৯০ দিনেরও কম সময় কাটিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ