‘আমি অত ভিডিও পোস্ট করি না’

প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে দিনরাত পরিশ্রম করে থাকেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকের ঠিক উল্টো সাকিব আল হাসান। অল্প অনুশীলনেই মাঠ কাঁপিয়ে দেন দেশসেরা এই অলরাউন্ডার।

কম অনুশীলনে সেরা পারফরম্যান্স করা প্রসঙ্গে সাকিব বলেন, অল্প প্রস্তুতি আমি বলব না। আমার মনে হয়, যতটুকু প্রস্তুতি আমার দরকার, ততটুকু আমি নেই। যেটা হয় যে, আমি মিরপুরে এসে এবার তিন দিন অনুশীলন করেছি। এর মানে এই না যে আমি তিন দিনই অনুশীলন করেছি। হয়তো এর আগে আমি আরও দশ দিন অনুশীলন করেছি, মিরপুরে আসিনি।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, যেহেতু আপনারা মিরপুরে থাকেন, তো আমি নিশ্চিত আপনারা মিরপুরের বাইরে দেখতে পাবেন না। আর আমি অত ভিডিও পোস্ট করি না। তো স্বাভাবিকভাবেই কেউ জানে না যে, আমি অনুশীলন করছি কী করছি না।

সাকিব আরও বলেন, আমি নিশ্চিত যে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে তার সম্ভাব্য সেরা অবস্থানে থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্টে খেলার। যদি কারও বেশি অনুশীলন লেগে থাকে, সেটাতে দোষের কিছু নাই। কম লেগে

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ