পুতিনের ওপর আস্থা বেড়েছে রাশিয়ানদের

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর সাধারণ রাশিয়ানদের আস্থা বেড়েছে। খবর তাস নিউজের।

রুশ এ সংবাদ সংস্থাটি জানিয়েছে, অল রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার জানিয়েছে, তারা একটি জরিপ চালিয়েছে, সেখানে দেখা গেছে ৮১.৩ ভাগ মানুষ পুতিনের প্রতি আস্থা জানিয়েছেন। গত সপ্তাহের চেয়ে যা ০.৫ ভাগ বেশি।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটি বলেছে, যখন পুতিনের ওপর আস্থার বিষয়ে জিজ্ঞেস করা হয়, জরিপে অংশ নেওয়া ৮১.৩ ভাগ মানুষ জানিয়েছে পুতিনের প্রতি তাদের আস্থা আছে (গত সপ্তাহ থেকে যা ০.৫ ভাগ বেশি)। তাছাড়া পুতিন যেসব কার্যক্রম চালাচ্ছেন সেগুলোতে ৭৮.৩ ভাগ মানুষ সমর্থন জানিয়েছেন।

গত ১ থেকে ৭ আগষ্ট পর্যন্ত ১ হাজার ৬০০ প্রাপ্ত বয়স রাশিয়ানের ওপর এ জরিপ চালানো হয়।

তবে রাশিয়ার প্রধানমন্ত্রী এবং রাশিয়ার সরকারের কার্যক্রমের ওপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে।

প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিনের কার্যক্রমের ওপর সমর্থন জানিয়েছেন ৫২.৬ ভাগ মানুষ। (আগের চেয়ে ০.২ ভাগ কম)। অন্যদিকে সরকারের কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন ৫২.২ ভাগ মানুষ।

প্রধামন্ত্রী মিখাইল মিশুতিনের ওপর সাধারণ মানুষের আস্থাও কমেছে। জরিপে অংশ নেওয়া ৬৩.১ ভাগ মানুষ তার প্রতি আস্থা জানিয়েছেন। যা আগের চেয়ে ০.৫ ভাগ কম।

সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ