৮ বলের মধ্যে নেই ৩ উইকেট, চাপে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে স্নায়ুচাপে বাংলাদেশ। ধবলধোলাই এড়াতে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে টাইগাররা।

বাংলাদেশের ৪০০ তম ওয়ানডে ম্যাচটি জয়ে রাঙাতে চাইছেন খেলোয়াড়েরা। শুরুর দিকে দেখেশুনে খেললেও ৯ম ওভারে ছন্দপতন হয়। তামিম ইকবাল ১৯ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

তারপর ব্যাটে নামা নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। প্রথম বলেই ইভান্সের বলে আউট হয়ে যান তিনি।
এরপর মাঠে নামের মুশফিকুর রহীম। তবে  দৃঢ়তা নিয়ে ব্যাট করছেন বিজয়।

শান্তের মতো হতাশ করলেন অভিজ্ঞ মুশফিকও। তিন বল খেলে কোনো রান না করেই ইভান্সের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

এনামুল হক অবশ্য আশা দেখাচ্ছেন। একপাশ আগলে রেখে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন।

এই প্রতিবেদন লেখার সময় ১৮ ওভারে ৮৬ রান করেছে বাংলাদেশ।  মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৬ রানে।  এনামুল ৫৮ রান করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ