ইসরাইলের মাঠ মাতিয়ে ম্যাচসেরা মেসি

নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দুর্দান্ত খেললেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। নন্তের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচে গোল পেয়েছেন।  স্কোরার হয়েছেন সার্জিও রামোসও।

এ তিন তারকার নৈপুণ্যে ৪-০ গোলে নন্তেকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।

রোববার রাতে ইসরাইলের তেল আবিবে ব্লুফফিল্ড স্টেডিয়ামে নন্তের মুখোমুখি হয় পিএসজি।

করফাঁকির মামলা মাথায় নিয়ে এদিন জ্বলে উঠলেন নেইমার। জোড়া গোল করেছেন ব্রাজিলীয় তারকা।  একটি করে গোল করেছেন মেসি ও রামোস।

নেইমার গোল বেশি পেলেও মাঠ মাতিয়ে ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি।  নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেননি পিএসজির অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো থ্রু-বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষককে এড়িয়ে জালে বল জড়িয়ে দেন মেসি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নিজের নামটি তোলেন নেইমার। ডি-বক্সের বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে বল জড়িয়ে দেন ব্রাজিলের পোস্টার বয়।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফিরে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন রামোস।  ৫৭তম মিনিটে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার।

ম্যাচ শেষ হওয়ার আগে হালিপূরণের কাজটি করেন নেইমার জুনিয়র। ম্যাচের ৮১তম মিনিটে ডি-বক্সে  ফাউলের শিকার হন নেইমার।  পেনাল্টিটি পায় পিএসজি।

সফল স্পটকিক থেকে পিএসজির জয় নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ