যুদ্ধ চলছে ইউক্রেনে, একের পর এক হুমকি পাচ্ছে প্রতিবেশী এই দেশ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় একের পর এক বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৫ জুন মলদোভার কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে দেশটির ৫০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

এরপর থেকে দেশটির কিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দর, সংসদ এবং সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, বাণিজ্যিক কেন্দ্র, হাসপাতাল ও গির্জাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলার শতাধিকবার হুমকি দেওয়া হয়েছে।
যদিও সবগুলো হুমকিই ভুয়া ছিল বলে আল জাজিরা জানিয়েছে।

এ ব্যাপারে মলদোভার রাজধানী কিসিনাউয়ের বাসিন্দা ৬৮ বছর বয়সী ভেরা জানান, অবশ্যই আমরা নিরাপদ বোধ করি না। আমরা সব সময় আতঙ্কে থাকি, ভাবি কি ঘটতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ