গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনা বকসা এলাকায় এ ঘটনা ঘটে।

 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অবু বকর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৭৩০) যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। পথে বাসটি মুকসুদপুরের সালিনা বকসা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের পাশে খাদে পড়ে বাসটি। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহত দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডা. রায়হান ইসলাম শোভন জানান, রাতে আহত ২৫ রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে দুজন গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ