ছেলে হত্যার দায়ে বাবা গ্রেপ্তার

নাটোরের লালপুরে ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত বাবা আজিজুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃত আজিজুরকে আদালতে পাঠানো হয়েছে।

 

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন তালাশ জানান, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে ছেলে আব্দুল হাকিমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন আজিজুর। ঘটনার পর থেকেই আজিজুর আত্মগোপনে ছিলেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে লালপুর পূর্ব পাড়া থেকে আজিজুরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ