ডেনমার্কের হামলাকারীর মানসিক সমস্যা ছিল: পুলিশ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে রোববার এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হন।

এ ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, কোপেনহেগেনের কেন্দ্র ও বিমানবন্দরের মধ্যে আমাগার ডিস্ট্রিক্টে ফিল্ডস নামের একটি শপিংমলে এ হামলা হয়।

তিনজনকে গুলি করে হত্যায় অভিযুক্ত হিসেবে ২২ বছরের এক যুবককে আটক করেছে পুলিশ।

যাকে আটক করা হয়েছে সে ব্যক্তি ডেনমার্কের আদিবাসি। ডেনমার্কের আদিবাসিরা সাদা চামড়ার মানুষ হিসেবেও পরিচিত।

তবে তিনজকে গুলি করে হত্যা করায় ঘটনায় আটক যুবকের মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছে পুলিশ। তাছাড়া এটি কোনো জঙ্গি বা বর্ণবিদ্বেষী হামলা না।

এ নৃশংস হত্যার সঙ্গে জড়িত যুবক একাই সব করেছে। তাকে কেউ কোনো সহায়তা করেনি বলে জানিয়েছেন পুলিশ প্রধান সোরেন থোমাসেন।

এদিকে ডেনমার্কে হওয়া এ হামলায় ১৭ বছর বয়সী ডেনমার্কের দুইজন নাগরিক এবং ৪৭ বছর বয়সী একজন রুশ নাগরিক নিহত হন।

প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি জঙ্গি হামলা।

সূত্র: বিবিসি, আল জাজিরা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ