টেস্টে বেয়ারস্টোর টানা তিন সেঞ্চুরি

জনি বেয়ারস্টো যেন উড়ছেন। গেল মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে করেছিলেন। ১৩৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। এরপর তৃতীয় টেস্টেও সেঞ্চুরি হাঁকান তিনি। করেন ১৬২ রান।

এরপর আজ রোববার (০৩ জুলাই) ভারতের বিপক্ষে স্থগিত হওয়া পঞ্চম টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১১৯ বলে ১৪টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। যা ছিল টেস্টে তার টানা তৃতীয় সেঞ্চুরি। আর চলতি বছরে পঞ্চম। অবশ্য ইনিংসটি বড় করতে পারেননি তিনি। ১০৬ রান করে মোহাম্মদ শামির বলে আউট হন।

 

তবে তার এই অনবদ্য ইনিংস খেলে ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। গতকাল ৮৩ রানে ৫ উইকেট হারানোর পর তিনি ও বেন স্টোকস দলের হাল ধরেন। ষষ্ঠ উইকেটে ৬৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। এরপর স্যাম বিলিংসকে নিয়ে সপ্তম উইকেটে তোলেন ৯২ রান। তুলে নেন ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি।

৮৩ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডকে তিনি ৭ উইকেটে ২৪১ রান পর্যন্ত নিয়ে আউট হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা ১৩২ রানে পিছিয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ