ইউক্রেনে আইএস জঙ্গি পাঠাচ্ছে সিআইএ: স্পুতনিক

রাশিয়ার গণমাধ্যম স্পুতনিকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্ব অংশে কুর্দিদের নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে থাকা আইএস জঙ্গিদের ইউক্রেনে পাঠানোর জন্য সিআইএ কাজ করছে।

রুশ গণমাধ্যটির খবরে আরও বলা হয়েছে, আইএসের ৯০ জন জঙ্গিকে যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে।

এদের বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নের নানা দেশ, ইরাক, চেচনিয়া ও চীনের জিনজিয়াং অঞ্চলের নাগরিক। তাদের আপাতত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল-তানফে জড়ো করা হচ্ছে।

তারা পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে তারা বর্তমানে মার্কিন ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের গড়ে তোলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চার মাসে গড়াল। এর মধ্যে নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়াকে একঘরে করেছে পশ্চিমা বিশ্ব। একে অপরকে দোষ চাপাচ্ছে দুপক্ষ। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

এরই মধ্যে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ার আইএস জঙ্গিদের নিয়োগ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ