মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

ভারতের মুম্বাইয়ের কুরলায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ১৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৪৭ বছরের পুরনো। ভবনের ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফান্ড টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল, ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে বেশিরভাগ বর্ষা মৌসুমে ভবনধসের ঘটনা ঘটে থাকে। ভবন নির্মাণে ত্রুটি থাকায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ