গ্রিন কার্ডের স্বপ্নপূরণ হলো শাকিব খানের

যুক্তরাষ্টে স্থায়ী আবাসন অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। এ লক্ষ্যে গত বছরের নভেম্বর থেকে দেশটিতে অবস্থানও করছিলেন তিনি।

অবশেষে তিনি গ্রীন কার্ড পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের ঘনিষ্ঠ এক নির্মাতা।

তিনি জানান, গ্রিন কার্ডের অনুমতি শাকিব খান আগেই পেয়েছেন। এবার হাতে পেয়েছেন কার্ড। শিগগিরই তিনি দেশে ফিরবেন। আগামী ১ থেকে ৩ জুলাই বঙ্গসম্মেলন হবে আমেরিকায়। সেখানে অংশগ্রহণ শেষে ৬ জুলাই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সেই নির্মাতা। তবে বিষয়টি নিয়ে শাকিব খান এখনও মুখ খোলেননি।

গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি গত রোজার ঈদও তিনি সেখানে উদযাপন করেছেন। যেটা ছিল পরিবার ছাড়া তার প্রথম ঈদ।

এদিকে আমেরিকায় তিনি ‘রাজকুমার’ নামে একটি সিনেমার মহরতও করেছেন। সেটির শুটিংও শুরু করবেন শিগগির।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ