সিলেট-সুনামগঞ্জে নতুন রাস্তা না করে ব্রিজ-কালভার্ট নির্মাণের নির্দেশ

বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ব্রিজ-কালভার্ট করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি জানান, সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে আর রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন— পানি যাতে অবাধ চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। আর ভাঙা অংশে নতুন করে রাস্তা করা যাবে না। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পুনর্বাসন কাজ করতে হবে।

এছাড়া কোথাও নৌরুট থাকলে সেখানে কালভার্ট নয়, ব্রিজ তৈরি করতে হবে। সেই সঙ্গে যেসব শহরে রেললাইন আছে, সেখানে রেলওভারপাস করতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ