রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্কের মেতেলকিনে শহরটি দখল করেছে। এটি সেভেরোদোনেৎস্কের খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।
লুহানেস্কের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হেইডে জানিয়েছেন এমন তথ্য।
তিনি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে, আঞ্চলিক সেন্টারের কাছের মেতেলকিনে এখন আমাদের দখলে নেই।
রুশ সেনারা সেভেরোদোনেৎস্কে অবস্থিত ইউক্রেনের সেনাদের অবস্থানগুলো লক্ষ্য করে অত্যাধিক হামলা চালাচ্ছে। তারা কামান এবং বিমান হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
সামরিক প্রশাসনের প্রধান সেরহি হেইডে আরও বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেৎস্কের বাণিজ্যিক অঞ্ল এবং এর আশপাশের এলাকা দখল করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তোসকিভকা এবং উস্তানিভকার অবস্থাও একই।
তিনি আরও বলেন, তারা চায় এখানে সাফল্য পেতে। এ কারণে বিপুল পরিমাণ অস্ত্র জমায়েত করেছে। সেভেরোদোনেৎস্ক এবং লাইশাইচান্সকের অনেক গ্রামে লড়াই হচ্ছে।
এদিকে সেভেরোদোনেৎস্ক শহরটি দোনবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত। উত্তর ইউক্রেনের বিশাল একটি বাণিজ্যিক শহর এটি।
২০১৪ সালে দোনেৎস্ক ও লুহানেস্ক রিপাবলিক নামে বিচ্ছিন্নতাবাদীরা আলাদা দুটি স্বাধীন দেশ গঠন করার পর থেকেই বাণিজ্যিক শহর সেভেরোদোনেৎস্কে বিক্ষিপ্ত হামলা ও লড়াই চলছে।
সূত্র: সিএনএন