সাড়ে ৭ ডলারে অ্যান্টিগায় টেস্ট দেখতে পারবেন যারা

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

সোমবার থেকে অ্যান্টিগা টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু দর্শকদের তেমন আগ্রহ নেই।

ক্রিকেটপ্রেমীদের অ্যান্টিগা টেস্টের টিকিট কেনার আহ্বান জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) গণমাধ্যম আর জনসংযোগ কর্মকর্তা ফিলিপ স্পুনার বলেছেন, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের বক্স অফিসে ১৩ জুন টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা প্রতিদিন স্টেডিয়ামের বুথে থেকে টিকিট কিনতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটে অনলাইনেও টিকিট কিনতে পারবেন।

দর্শকদের সুবিধার জন্য প্রতিদিন স্টেডিয়ামে বুথেও টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন স্পুনার। সিডব্লিউআইয়ের ওয়েবসাইটে টিকিটের মূল্য নিয়ে যাবতীয় তথ্য দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী ঘাসে বসে খেলা দেখার টিকিটের মূল্য ১৫ ডলার, গ্যালারির টিকিটের মূল্য ৪০ ডলার।

তবে শিশু আর বয়স্ক নাগরিকদের জন্য মূল্যে ছাড় দেওয়া হয়েছে। ১৬ বছর বা এর নিচের বয়সী শিশু আর বয়স্ক নাগরিকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ ডলার করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ