ডেস্ক রিপোর্ট: ১৪ জুন ইতালির রাজধানী রোমে এনটিভির সিইও সাবরিনা হোসাইনকে গণসংবর্ধনা দেবে ইতালির সাংবাদিক পরিবার। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড এবং সম্মাননা প্রদানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা রোমে আসতে শুরু করেছেন। সোমবার সন্ধ্যায় আয়ারল্যান্ড থেকে রোমে এসে পৌঁছান অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ মোমিন চৌধুরী। তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এনটিভির ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা ও ৫২ বাংলা টিভির ইতালি প্রতিনিধি মেহনাস তাব্বাসসুম শেলী, বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমেদ ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ মাসুদুল আলম।
মঙ্গলবার সন্ধ্যায় রোমের আর্কো দি ট্রাভেরতিনুর হলে এই গণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এই গণসংবর্ধনায় রাজধানী রোমের সামাজিক সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন দেশ থেকে সাংবাদিক নেতারা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সঞ্চারী সঙ্গীতায়ন এর কর্ণধার সুস্মিত সুলতানার নেতৃত্বে মনোজ্ঞ সংগীত ও নৃত্য অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। এছাড়া স্থানীয় বিশিষ্ট কণ্ঠশিল্পীরাও অংশ নেবেন সাংস্কৃতিক পর্বে।
গণসংবর্ধনা আয়োজকদের অন্যতম ইতালির সাংবাদিক পরিবারের সদস্য এনটিভির ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান জানিয়েছেন, এনটিভির সিইও সাবিনা হোসাইনের এই সংবর্ধনা হবে অত্যন্ত বর্ণাঢ্য। তিনি সকলকে এই গণসংবর্ধনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
