তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে যে কঠোর অঙ্গীকার করল চীন

তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছে চীন। এ নিয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছে তারা।

ফলে দক্ষিণ চীন সাগরের দ্বীপ দেশটি নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। খবর আলজাজিরার।

রোববার সিঙ্গাপুরে এশিয়াবিষয়ক এক শীর্ষ নিরাপত্তা সম্মেলনে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফিংহে বলেন, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে।

সম্মেলনে এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, কেউ যদি তাইওয়ানকে চীন থেকে আলাদা করার দুঃসাহস দেখায় তা হলে আমরা সর্বশক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত লড়াই করব। চীনা সামরিক বাহিনীর হাতে যুদ্ধ ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।

উল্লেখ্য, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র। তবে চীন এটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের হুশিয়ারি-পাল্টা হুশিয়ারিতে উত্তেজনার পারদ বেড়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ