ডেস্ক রিপোর্ট:আগামী ১৪ জুন মঙ্গলবার ইতালির রাজধানী রোমের আর্কো দি ট্রাভেরতিনুর হলে এনটিভি ইউরোপের
সিইও সাবরিনা হোসাইনের গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।ইতালির সাংবাদিক পরিবার আয়োজিত এই গণসংবর্ধনায়
যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মূলধারার সাংবাদিক সংগঠনের নেতারা রোমে আসবেন। আয়োজকরা বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইনকে বরণ করতে প্রস্তুত রয়েছে রাজধানী রোম। রোমে কর্মরত সাংবাদিকরা বলেছেন,
আমরা থাকবো, আপনারাও আসবেন প্রত্যাশা করি। বাংলা টিভির ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদ,এনটিভির আফজাল হোসেন রোমান, চ্যানেল এস এর মিনহাজ হোসেন,৭১ টিভির
লাবণ্য চৌধুরী, এটিএন বাংলার হাসান মাহমুদ এবং ৫২ বাংলা টিভির মেহনাস তাব্বাসসুম শেলী, বাংলা টিভি রোম প্রতিনিধি হুমায়ুন কবির, সময় টিভির জুমানা মাহমুদসহ স্থানীয় সাংবাদিকরা এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন, সাবরিনা হোসাইনের এই গণসংবর্ধনা হবে বর্ণাঢ্য এবং উৎসবমুখর।
ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন, আয়োজকদের অন্যতম আফজাল হোসেন রোমান।
এই গণসংবর্ধনা উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড এবং সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঐদিন এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
