ডিপোর আগুনে ৬৩ জনের চোখ আঘাতপ্রাপ্ত

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৬৩ জনের চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। এর মধ্যে একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৩৯ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ ৪৩ জন নিহত হয়েছে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কাযালয় রোববার রাতে মৃতের সংখ্যা ৪৯ বলেছে। সোমবার তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল, মৃত মানুষের প্রকৃত সংখ্যা ৪১ হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ