আজও মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তন

রোববার স্পেনের নাভারেতে বাংলাদেশ সময় রাত ১২টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে মোকাবিলা করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এস্তোনিয়ার বিপক্ষে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি থাকছেন।

আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে তাদের এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে চার নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর ১১০ নম্বরে আছে এস্তোনিয়া। নামে ও ভারে বিস্তর ব্যবধান থাকায় এস্তোনিয়ার বিপক্ষে সহজ জয় প্রত্যাশা মেসিদের। ২০১৯ সালের জুলাই থেকে টানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টাইনরা।

গত বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করে চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে।

এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, হারমান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া।

মিডফিল্ডার- আলেক্সিস মাক-আলিস্তার, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো গোমেজ।

ফরোয়ার্ড- লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, হোয়াকিন কোরেয়া।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ