আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বাবর আজম।
প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবরকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে।
বাবর আজম বর্তমানে আইসিসির র্যাংকিংয়ে ওডিআই ও টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন। আর টেস্টের সাদা পোশাকে বাবর আজমের অবস্থান পঞ্চম। তবে পাকিস্তানের অধিনায়কের স্বপ্ন তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান হওয়া।
এমনটি জানিয়ে বাবর আজম বলেন, একজন খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে এক নম্বর হওয়াই আমার স্বপ্ন। আর এজন্য আমাকে খেলার প্রতি আরও মনোযোগ দিতে হবে, করতে হবে কঠোর পরিশ্রম।
তিনি আরও বলেন, নিজেকে ফিট রেখে নিজের ট্র্যাকেই পারফর্ম করে যেতে হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো হচ্ছে, আশা করি টেস্টেও আমি ভালো করতে পারব।