কুমিল্লায় অস্ত্রসহ রাজু আহম্মেদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজু আহম্মেদ (৩০) জেলার বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের শফিউল্লাহর ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।