হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমীর মাওলানা আ. রব বলেছেন, ১১৬ আলেমে দ্বীন ও এক হাজার মাদ্রাসার তালিকা এবং ‘ভিত্তিহীন শ্বেতপত্র’ প্রকাশ ‘নাস্তিকদের’ পক্ষ থেকে মুসলিমদের ওপর একটি টেস্ট কেস মাত্র। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এবং ১১৬ আলেমের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতিক বলেন, কুরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সত্যিকারের শান্তি সম্ভব না।
সভাপতির বক্তব্যে মাওলানা আমিরুল ইসলাম বিলালী বলেন, বুদ্ধিবৃত্তিক কর্মকৌশল নির্ধারণ করে মতপার্থক্য সত্ত্বেও আলেমদের তথা মুসলিমদের সার্বজনীন ঐক্য এখন সময়ের দাবি।
কাজী মারুফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের আরও বক্তব্য দেন- মাওলানা আব্দুর রব ইউসুফী, আইম্মা পরিষদের সেক্রেটারি গাজী আতাউর রহমান ইসলাম, প্রচার পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম কাসেমী, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের মহাসচিব শাইখ জামাল উদ্দিন।