ডেস্ক রিপোর্ট: সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ওই দুর্বৃত্তকারীদের।
বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও প্রচার সম্পাদক মিনহাজ হোসেন এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তারা বলেন, বাংলাদেশে প্রতিনিয়তই সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা কারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান বাংলা প্রেসক্লাবের নেতারা। এ ব্যাপারে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
রাতে অপূর্ব অপু তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন । সাজের বিদেশের পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো “”আমি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করি, মিথ্যার আশ্রয় আজ পর্যন্ত নেই নাই। “নিউজ করানো ছুটামু, সাংবাদিকতা বের করতেছি, নিউজ পাছার মধ্যে ভরুম” এই টাইপ অকথ্য ভাষায় গালাগাল করে আমার ওপর হামলা চালিয়ে কয়েকজন মিলে একটি প্রাইভেট কারে জোড় করে উঠানোর চেষ্টা চালায় আমায়। দুপুর সাড়ে ৩ টার দিকে ঘটনাটি ঘটে আমার অফিসের কাছে। বাসা থেকে পায়ে হেঁটে অফিস যাচ্ছিলাম। আমাকে তুলে নিতে পারলে আজ আমার পরিনতি কি হতো জানি না। তবে আপনাদের ভালোবাসা ওদের অপচেষ্টাকে ব্যর্থ করেছে। আমার কোন নিউজের কারণে ওরা আমাকে আজ তুলে নিতে চাইলো তা জানি না। চলতি মে মাসে আমি স্বাস্থ্যখাত নিয়ে অনিয়মের কয়েকটি নিউজই করেছি। আসলে সত্য বলতে ঠিক জানি-ই না, কোন নিউজের কারণে আমার ওপর হামলা করলো আজ। যে ৫/৬ জন হামলা চালিয়ে আমাকে গাড়িতে তুলতে চেয়েছে তাদের আমি চিনতাম না। তবে সিসিটিভির ফুটেজ দেখে তাদের সনাক্ত করা গেছে।
রাষ্ট্রের কাছে বিচার দিয়েছি, মামলা করেছি। আইনের পথে হাঁটছি, দেখা যাক কি হয়। আমি জানতে চাই এর ভেতরের রহস্য কি?
আর হ্যা, আপনারা আমার পাশে আছেন বলেই প্রাণটা টিকে আছে আমার। আমি অবনত মস্তকে প্রণাম জানাই আপনারা আমায় যারা ভালোবাসেন। চির কৃতজ্ঞ করে রাখছেন।””
