১৩ বছর প্রেমের পর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক তরুণী ১৩ বছরের প্রেমের স্বীকৃতি আদায় করতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের দুই দিন পর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

সোমবার তরুণী নিজেই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় প্রেমিক দেলোয়ারকে আসামি করে মামলা করেন।

জানা যায়, উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ারের সঙ্গে একই গ্রামের এক তরুণীর ১৩ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এর মধ্যে অন্যত্র বিয়ের দিনক্ষণ ঠিক করায় ওই তরুণী দেলোয়ারের বাড়িতে শনিবার থেকে অনশন করেন। দুই দিন অনশনের পর সোমবার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ