রাশিয়ায় হামলায় সবচেয়ে বড় ক্ষতির কথা জানালেন জেলেনস্কি

ইউক্রেনের দেসনা শহরের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলায় ৮৭ জন সেনা নিহত হয়েছেন।

সোমবার অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এমন তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

দেসনা শহরের ঘটনাটি রাশিয়ার একটি হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

গত ১৭ এপ্রিল মঙ্গলবার এ মিসাইল হামলার ঘটনা ঘটে।

হামলার দিন রাশিয়ার সেনা মুখপাত্র জানিয়েছিলেন, দূরপাল্লার মিসাইল চেরনিহিভের দেসনার একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে।

ওই হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল ৮ জন নিহত হয়েছেন।

কিন্তু এখন প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন, রাশিয়ার সেই হামলায় একসঙ্গে ৮৭ জন নিহত হয়েছেন।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আজ আমরা দেসনাতে কাজ শেষ করেছি। দেসনায় ধ্বংসস্তুপের নিচে ৮৭ জনের মরদেহ ছিল।

সূত্র: রয়টার্স, ফ্রান্স ২৪

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ