মিনহাজ হোসেন, সিটি এডিটর,ইতালী: আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকেই রোম প্রবাসী বাংলাদেশীদের কাছে রোমান মাল্টিমিডিয়া সার্ভিস পরিচিতি পেতে শুরু করেছে। রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র তরপিনাত্তায় অবস্থিত এই প্রতিষ্ঠানে বাংলাদেশীদের আগমন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের গাজীপুরের কৃতিসন্তান আফজাল হোসেন রোমান এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখান থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো ছাড়াও, টেলিফোন সেট এবং টেলিফোনের খুচরা যন্ত্রাংশ এখানে পাওয়া যায়। প্রতিষ্ঠানটি গ্রাফিক্স ডিজাইন সহ অন্যান্য প্রিন্টিংয়ের কাজ করবে বলে জানা গেছে।
শনিবার এক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ প্রতিষ্ঠান থেকে যেসকল মূল্যরাশ কিংবা অফার রয়েছে তা বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক লাবণ্য চৌধুরী। ওই লাইভ অনুষ্ঠানটি বিপুল সংখ্যক মানুষ দেখেছেন। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এনটিভি ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমানও উপস্থিত ছিলেন।
রোম প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা তাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি কাজ করে যাবে এবং প্রতিশ্রুতি মোতাবেক প্রবাসীদের একটি দক্ষ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে উঠবে। পবিত্র ঈদ উপলক্ষে আফজাল হোসেন রোমান প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
