্বা বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুন:স্পেনের সান্তাকলোমা বাংলা স্কুল কমিটির উদ্যোগ স্হানীয় অডিটরিয়মে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে পালিত হয়েছে।একুশের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের শিক্ষিকা নাজমা নাহার ও শামসুন নাহার রেনু।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলা স্কুলের ছাত্র নাফিস তানভির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল
ইসলাম স্বপন।
এতে বক্তব্য রাখেন, খুরশীদ আলম বাদল,মোখলেছুর রহমান নাসিম, মোশারফ বেফারী,এ কে আজাদ মোস্তফা,মোঃ নীরু তালুকদার, মোশারফ হোসেন,এস এম নজরুল,মোঃ আসাদ, মোঃ কামাল, বিপ্লব ভৌমিক, স্বপন কুমার দেবনাথ,মোঃ কাজল,
মোঃ মনির হোসেন,এম কামাল, মহিউদ্দিন
হারুন প্রমূখ।
বক্তব্য পর্ব শেষে ছাত্রছাত্রীদের মধ্য থেকে একুশের গান, কবিতা, আবৃত্তি করে শুনান রাফিন তালুকদার, সামির আহমেদ সুলতানা, আবদুল্লাহ দেওয়ান,তৌসিফ হোসাইন,মারইয়াম,তৌসিফ, আবদুল্লাহ।কবিতা ও অঙ্কন প্রতিযোগিতায় শেষে ক্রম অনুসারে ছাত্রছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
স্কুল শিক্ষিকা নাজমা নাহার ও শামসুন নাহার রেনু বলেন ,মাতৃভাষাকে অবজ্ঞা করে লক্ষে পৌছা সম্ভব নয়।তারা বাংলা স্কুলের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন খুরশীদ আলম।
