পশ্চিমতীরে ফিলিস্তিনিদের কাছ থেকে জবরদখল করা ভূমিতে ইসরাইলের অবৈধ বসতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।

অধিকৃত পশ্চিমতীরে নতুন করে ইসরাইলের অবৈধ ইহুদি বসতি নির্মাণের ঘোষণায় গত শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও ম্যাক্সিকো। খবর ডেইলি সাবাহর।

এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, আমরা দ্বিরাষ্ট্রনীতিতে ইসরাইল-ফিলিস্তিন সমস্যার সমাধান চাই। ইসরাইলের এমন কিছু করা ঠিক হচ্ছে না, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন কিছু করা ঠিক না, যা এ অঞ্চলের শান্তিশৃঙ্খলা নষ্ট করে।

ইসরাইলের বিরুদ্ধে পূর্ব জেরুজালেমে নতুন করে দখলদারত্বের অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় একের পর হামলা চালাচ্ছেন ইসরাইলিরা।

১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকা দখল করতে থাকে ইসরাইল।

১৯৮০ সালে ইসরাইল গোটা জেরুজালেম দখল করে নেয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে অবৈধ বলে আসছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ভূমিতে যে কোনো স্থাপনা নির্মাণ অবৈধ। অথচ দিনের পর দিন ইসরাইল ফিলিস্তিনি ভূমি দখল করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ