ইতালি প্রতিনিধি:প্রবাসীদের কনস্যুলেট সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির ভিসেন্সা শহরে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী কনসুলেট ক্যাম্প। মিলান কনস্যুলেট এর পরিচালনায় এই সেবায় দুইদিনে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট নবায়ন ,নো ভিসা রিকয়ার,ম্যারেজ সার্টিফিকেট ,ফ্যামিলি সার্টিফিকেট ,প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশীফ সহ কনস্যুলেটের নানান সুবিধা গুলো এই ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশিরা গ্রহণ করেন।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল এইচ এম জাভেদ,কনসাল শামসুল আহসান ,শ্রম কনসাল সাব্বির আহমেদসহ মিলান কনস্যুলেটের কর্মকর্তারা।
সজিব আহমেদ ,হিমেল মিয়া ,এম এইচ রিয়াদ ,রাসেল নূর ,সোহাগ ফকির ,মো শিমুল ও মিন্টু রহমান এই কনস্যুলেট সেবায় প্রবাসীদের পক্ষ থেকে আয়োজক হিসেবে ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন। আয়োজকদের পক্ষ থেকে মিলান কনসাল জেনারেলসহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার অনুরুধ জানান।
কনসাল জেনারেল তার বক্তব্যে এই ক্যাম্প পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতে এই ভিসেন্সা শহরে সম্বাবনাময় বিভিন্ন ইস্যু নিয়ে ইতালীয়দের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি ,পণ্য বাজারজাতকরণে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ