৯ বছর পর মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে সোমবার (২৩ জুন) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাতে মমতা ব্যানার্জি তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদও তিনি ব্যক্ত করেন।

এ সময় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে। আগামীর বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশে রাজ‌নৈ‌তিক পটপ‌রিবর্ত‌নের পর থে‌কে ঢাকা-‌দি‌ল্লির সম্প‌র্কে টানা‌পড়েন চল‌ছে। এমন প্রেক্ষাপটে গত ২৯ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেয়ার দেড় মাসের ব্যবধানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ ক‌রেন। এরপর মাসখানেকের কম সময়ের ব্যবধা‌নে মমতা ব্যানার্জীর সাক্ষাৎ পেলেন রিয়াজ হামিদুল্লাহ।

এর আগে দিল্লিতে হাইকমিশনারের দায়িত্ব পালন করা দুই বাংলাদেশি মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান তাদের সময়ে মমতা ব্যানার্জীর সাক্ষাৎ চাইলেও পান‌নি। সে হিসাবে ৯ বছর পর মমতা ব্যানার্জীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাইকমিশনার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ