ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দিতামূলক হবে
উল্লেখ করে বলেছেন, আপনি নিজে ভোট কেন্দ্রে যাবেন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ-বিদেশের বাংলাদেশীদের কল্যাণে দায়িত্ব পালন
করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইতালি আওয়ামীলীগের এই দুই নেতা। স্বদেশ বিদেশের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এবং ইকবাল আহমেদ বাবু প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করে দলকে সঠিক পথে পরিচালিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইতালি আওয়ামীলীগে সৎ, নীতিবান এবং আদর্শিক কর্মী গড়ে তোলা হবে: হাজী মোহাম্মদ জসিম উদ্দিন
কিশোরগঞ্জের ভৈরব কলেজে পড়াশোনা সময় থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন হাজী মোঃ জসিম উদ্দিন। ভৈরব ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য পদে থেকেও কাজ করেছেন তিনি। তার তিন মামা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে একজন ছিলেন স্থানীয় কোম্পানি
কমান্ডার। ১৯৯১ সালে জনাব জসিম ইতালিতে আসেন। শুরুতে নানা কাজকর্ম করলেও এক সময় তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন। বর্তমানে ইতালিতে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে যেমন পরিচিত তেমনি, সমাজ সেবক হিসেবেও তাকে গণ্য করেন অনেকে।বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে তিনি যেমন সুনাম অর্জন করেছেন, তেমনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও তার রয়েছে ব্যাপক পরিচিতি। হাজী মোহাম্মদ জসিম উদ্দিন স্বদেশ পত্রিকার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্ত্রী মোমেনা আক্তার নিলি , তিন ছেলে এক মেয়ে নিয়ে বসবাস করেন রাজধানীর রোমে। রাজনীতির শুরুতে রোম মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে তার যাত্রা শুরু। পরবর্তী সময়ে ইটালি আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এখন তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি অনুমোদন করেন।
হাজী মোঃ জসীমউদ্দীন এ প্রতিনিধিকে বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইতালি আওয়ামী লীগকে ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ আওয়ামীলীগ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বলেন, আমরা সৎ , নিষ্ঠাবান এবং একনিষ্ঠ কর্মীদের নিয়ে দল সংঘটিত করব। সঠিক কর্মীরা আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ।
ইটালি আওয়ামীলীগের জন্য ভূমিকা রাখতে চাই: ইকবাল আহমেদ বাবু
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু বলেছেন, দলকে সংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই এবং ইতালি আওয়ামীলীগের জন্য ভূমিকা রাখার প্রত্যাশা করি। আগামী নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে যাবারও আহ্বান জানান তিনি। বলেন,
ignnone size-full wp-image-35898″ />মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ৭ জানুয়ারীর নির্বাচনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম বারের মতো শপথ গ্রহণ করবেন বল প্রত্যাশা করেন তিনি।ইকবাল আহমেদ বাবু পুরনো ঢাকায় অবস্থিত সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করেছেন। কলেজ ছাত্রলীগের সাথে কাজ করেছেন পড়াশোনার সময়। পরবর্তীতে তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।জনাব বাবু ১৯৯৬ সালে ইতালিতে আসেন। শুরুতে নানা ব্যবসা করলেও পরবর্তীতে আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের সেবা করে আসছেন। স্ত্রী এবং এক ছেলে নিয়ে রোমে বসবাস করেন জনাব বাবু।
বর্তমানে তিনি ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হন। তার পিতা আলি আহমেদ সরোয়ারদী কলেজের একজন অধ্যাপক ছিলেন। তার বাবা ৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। একজন আওয়ামী রাজনীতিক হিসেবে তিনি রোমে বেশ পরিচিত।
