ক্লাস চলাকালে শিক্ষিকাকে গুলি করে আহত করেছে ছয় বছর বয়সী শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্র প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। ঘটনার আগ মুহূর্তে ক্লাসে শিক্ষিকার সঙ্গে তর্কাতর্কি হয়েছিল তার।
একপর্যায়ে আকস্মিক শট গান বের করে শিক্ষিকাকে তাক করে গুলি ছোঁড়ে সে। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় আর কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
ইতিমধ্যে অভিযুক্ত ওই শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে শিশুটির কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এলো সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রশাসন।