‘৬ ওভারে ৫ উইকেট পড়ে যাবে, সেটি বোর্ডই বোধহয় বলে দিয়েছিল!’

ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিরপুর টেস্টে শ্রীলংকার বিপক্ষে ১০ উইকেটে হেরে নাকাল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় বাজে উদাহরণ দেখিয়েছেন টাইগাররা।

প্রথম ইনিংসে প্রথম ৭ ওভারের মধ্যে দল হারায় ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ১০ ওভারের মধ্যে পড়ে যায় ৪ উইকেট।

এ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টেও বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছিল।

বাংলাদেশ দলের এ ব্যর্থতায় ক্রিকেট বোর্ডের দায় দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তার মতে, ক্রিকেট বোর্ড বা কোচিং স্টাফ তো ক্রিকেটারদের বলেনি দ্রুত আউট হয়ে যেতে!

বৃহস্পতিবার মুমিনুলের জায়গায় সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণার সময় সংবাদকর্মীরা পাপনকে প্রশ্ন করেন— টেস্টে দলের ব্যর্থতার দায় কি বোর্ডের ওপরও পড়ে না?

জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘খারাপ হলে সব দায় তো বোর্ডের ওপরই… এটায় তো কোনো সন্দেহ নেই। আপনারা (সংবাদমাধ্যম) তো এমনিতেও বলেন, আমরা বললেই কী বা না বললেই কী! কিছু যায়-আসে না।

এর পর কটাক্ষের সুরে পাপন বলেন, ‘৬ ওভারে ৫ উইকেট পড়ে যাবে, সেটি বোর্ডই বোধহয় বলে দিয়েছিল, যে তাড়াতাড়ি আউট হও প্রতি বলে! না কী? আমি জানি না। কিংবা কোচিং স্টাফই শিখিয়ে দিয়েছিল যে তাড়াতাড়ি আউট হও! অনেকে বলে কিউরেটরের (দায়)…। ’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ