৫ মে নিয়ে যা বললেন হেফাজত আমির

ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এক বিবৃতিতে বলেছেন, ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বরে আশেকে রাসুলদের শাহাদতের দিন।

যারা ইসলাম ও প্রিয় নবীর ইজ্জতের হেফাজতের আন্দোলনে শহিদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আমরা কখনই তাদের ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না নির্যাতিতদের কথা, মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের কষ্টের কথা। গত দশ বছর ধরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় যারা হয়রানির শিকার সেসব নির্যাতিত মজলুম ভাইদের কথা।

শুক্রবার বিকালে হেফাজত আমিরের খাদেম মাওলানা আবদুল খালেকের পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, শাপলার এই গণহত্যার ইতিহাস দেশপ্রেমিক ঈমানদার জনতা কখনো ভুলবে না। হেফাজতে ইসলামের কর্মীরা ১৩ দফা ঈমানি দাবি নিয়ে শাপলা চত্বরে অবস্থান করছিল।

ইসলামবিদ্বেষী, নাস্তিক্যবাদী জালেম শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়েছে। রক্ত ঝরিয়েছে হাজারও আশেকে রাসুলদের। আল্লাহর জমিনে একদিন এই গণহত্যার বিচার হবেই।

হেফাজত আমির আরও বলেন, আমরা সবসময় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। মহান আল্লাহ পাকের কাছে তাদের খুনিদের বিচারের জন্য ফরিয়াদ করছি৷ এছাড়া বাংলাদেশের মুসলিমদের ওপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে তার ইহলৌকিক ফায়সালার জন্য সবাইকে কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করার জন্য আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ