৩ বছর পর দলে ফিরেই বিজয়ের দুর্দান্ত ব্যাটিং

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে তিন বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।

ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্বরেকর্ড ১১৩৮ রান করেন ডানহাতি ওপেনার।

শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একাদশে সুযোগ পেয়েই কাজে লাগালেন। হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি।

এ পর্যন্ত ৩৯ ওয়ানডে খেলে ক্যারিয়ারের ৪র্থ হাফসেঞ্চুরির দেখা পেলেন বিজয়।

৪১তম ওভারে সুম্বার করা ৫ম ডেলিভারিটি লং অন দিয়ে উড়িয়ে মেরে সীমানা ছাড়া করেন বিজয়।

সেই ছক্কার সাহায্যে ৫০ রান স্পর্শ করেন তিনি।

এ ম্যাচের আগে ২০১৯ সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন বিজয়। সে বছর বিশ্বকাপের ঠিক পর জুলাইয়ে শ্রীলংকা সফরে ওয়ানডে দলে ছিলেন তিনি। সেবার বাজে ফর্মের কারণে বাদ পড়েন দল থেকে। এরপর থেকেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৫১ রান।

মুশফিক অপরাজিত ২৮ বলে ২৫ রানে। বিজয় ৫৯ বলে ৭১ রানে ব্যাট করছেন। এখন পর্যন্ত ৩ ছক্কা ও ৬ বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ