২৪ ঘণ্টার মধ্যে হিরো আলমকে হুমকিদাতা আটক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে শনাক্তের পর আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। এর ২৪ ঘণ্টা পার না হতেই সিলেটের গোলাপগঞ্জ থেকে সেই হুমকিদাতাকে গ্রেফতারের কথা জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আটক করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

সিলেটের গোলাপগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ দাশ বলেন, ঢাকা থেকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ আবু আহমেদকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার রাতে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। তাতে তিনি বলেছিলেন, সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিন বার অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ