ঢাকা অফিস:প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট
গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান এবং
হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) সহ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ ও প্রধান কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাগন। আলোচনায় বক্তারা ১৫ ই আগস্ট
হত্যাকাণ্ডের জড়িত পলাতক আসামিদের বিদেশ থেকে ফেরত এনে শাস্তি কার্যকরের দাবি জানান। তারা ২১ আগস্ট হামলার আসামিদেরও চূড়ান্ত শাস্তি প্রদানের অনুরোধ জানান সরকারের প্রতি।
