কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৯১ টি চোরাই স্মার্টফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার বিকাল থেকে রাতব্যাপী অভিযানে চালিয়ে চকরিয়া উপজেলার চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম -১,২,৩ নামক তিনটি মোবাইল ফোনের দোকান থেকে এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
এসময় চোরাই মোবাইলের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনজাগির পাড়ার রাজা মিয়ার দুই ছেলে যথাক্রমে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (২০) এবং একই উপজেলার বরইতলীস্থ বানিয়ার ছড়ার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, গ্রেফতার ব্যক্তিরা চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।