১২ জুন ফ্রান্স আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন : প্রস্তুতি কমিটির সাংবাদিক সম্মেলন

ফ্রান্স থেকে মোহাম্মদ জামাল মিয়া: আগামী ১২ই জুন ২০২২ ফ্রান্স আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে এক সাংবাদিক সম্মেলন প্যরিসের স্থানীয় এক অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের আহ্বায়ক সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সম্মেলনকে সফল করার জন্য সাংবাদিক সমাজ ও সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী ও নজরুল ইসলাম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, শাহজাহান শাহী, নুরুল আবেদিন, হাসান সিরাজ, আকিল ইব্রাহিম, আমিন খান হাজারী, শারাফ উদ্দিন স্বপন, মাহাবুবুল হক কয়েস, শহীদ মিয়া, আজিজুর রহমান, অধীর সূত্রধর, ইকবাল মোহাম্মদ জাফর, আফজাল হোসেন, আল -আমিন খান, কামাল আহমেদ, শায়েস্তা মিয়া, জিল্লুর রহমান, বাদল মিয়া, সেলিনা আফজাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন প্রস্তুতি কমিটির উপস্থিত নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন পর ফ্রান্স আওয়ামীলীগ এর সম্মেলন হতে যাচ্ছে ।তাই সবাই আনন্দিত, তারা আশা করছেন সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা মাধ্যমে সবার উপস্থিতিতে আগামীতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে , সম্মেলনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিতে ইতোমধ্যে এসব সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশনা মোতাবেক কাজ শুরু করেছেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সম্মেলনকে সামনে রেখে দল ও সহযোগী সংগঠনকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করতে চান তারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ