১১ জনের পর সেই ট্রেনের নিচে কাটা পড়ে আরেকজন নিহত

মিরসরাইয়ে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া সেই মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে আরও এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল পৌনে ৬টায় নগরীর পাহাড়তলী স্টেশন এলাকায় ট্রেনটি পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের শরীর থেকে মাথা ও পা বিছিন্ন হয়ে যায়। নিহতের বয়স আনুমানিক ৪২-৪৫ বছর। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্তে কাজ করছিল চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই তোফায়েল আহম্মদ বলেন, পাহাড়তলী স্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় মহানগর প্রভাতী ট্রেনের নিচের কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও তিনি জানিয়েছেন।

এর আগে দুপুরে মিরসরাইয়ের বরা তাকিয়া রেলক্রসিং এলাকায় মহানগর প্রভাতী ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১১ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত আরও ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ