১১০ ইউএনওকে বদলির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘কমিশনে ১১০ জন ইউএনও বদলির জন্য প্রস্তাব এসেছে। এখনো তা অনুমোদন দেয়া হয়নি। এর আগে ৮ বিভাগে প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবিত কর্মস্থলে বদলির সম্মতি দেয় ইলেকশন কমিশন।’

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ