১০ জানুয়ারি সন্দ্বীপ সমিতি ইতালির নির্বাচন: রোমে পিঠাও উৎসব

আফজাল হোসেন রোমান: শীতের আমেজে বাংলাদেশের মতো প্রবাসেও আয়োজন করা হয় দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা উৎসবের।এমন আয়োজন পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে  বিশেষ ভূমিকা পালন করে। প্রবাসে নিজের মধ্যে ভাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করতে ইতালির রাজধানী রোমে বসবাসরত সন্দ্বীপবাসী আয়োজন করে পিঠা উৎসবের। আয়োজনের সাথে নতুন মাত্রা যোগ করে সন্দ্বীপ সমিতি ইতালির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি সভা।
স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি ইতালির সাবেক সভাপতি শামসুল কবির, সাবেক সাধারণ সম্পাদক ছাবের মোহাম্মদ জামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির শহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে। এসময় আগামী ১০জানুয়ারি অনুষ্ঠিতব্য সন্দ্বীপ সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা  বক্তব্যের মাধ্যমে তাদের পরিচিতি ও প্রবাসীদের কল্যাণে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে সন্দ্বীপের ১৩টি ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে আগত অতিথিগন গৃহবধুদের হাতে বানানো মজাদার পিঠা উৎসবে অংশ নেন।
উল্লেখ্য, সন্দ্বীপ সমিতির আসন্ন নির্বাচনে ৮টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ