দ্রুততম সময়ে রাস্তা নির্মাণে নতুন রেকর্ড গড়তে উদ্যোগ নেয় ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)।
আর এ চেষ্টায় সফল হয়েছে তারা। গড়ে ফেলেছে রেকর্ড।
ভারতের সড়ক যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাদকারি বুধবার ঘোষণা দিয়েছেন, মহারাষ্ট্রের অমরাবতী ও আকোলার মধ্যে অবস্থিত ৭৫ কিলোমিটার রাস্তাটির কাজ ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটের শেষ করে ফেলেন তারা। এর মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় এটি।
একটি ভিডিও বার্তায় মন্ত্রী নিতিন গাদকারি বলেন, প্রজেক্টটিতে অংশ নেন ৭২০ জন কর্মী, যার সঙ্গে ছিল একটি নিরপেক্ষ পরামর্শক দল। তারা সবাই দিন-রাত কাজ করেছেন।
মন্ত্রী আরও জানান, যে রাস্তাটি তৈরি করে রেকর্ড গড়া হয়েছে সেটি হলো ৩৭.৫ কিলোমিটার দীর্ঘ। কিন্তু এর দুই লেনে কাজ করা হয়েছে বলে সব মিলিয়ে তৈরি হয়েছে ৭৫ কিলোমিটার রাস্তা।
তিনি আরও বলেন, এই রেকর্ড গড়া রাস্তাটির কাজ শুরু হয় ৩ জুন সকাল ৭টা ২৭ মিনিটে। কাজ শেষ হয় ৭ জুন বিকাল ৫টায়।
ভারতের সড়ক যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী জানান, এর আগে টানা রাস্তা তৈরির রেকর্ড ছিল কাতারের দখলে।
কাতার ২০১৯ সালে আল খোর মহাসড়কটি তৈরির কাজ ১০ দিনের মধ্যে শেষ করেছিল।
সূত্র: দ্য হিন্দু