হারিকেন মেলিসার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে ভুয়া এআই ছবি

জ্যামাইকায় হারিকেন মেলিসা আঘাত হানার পর দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। তবে আসল ঘটনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে ভুয়া ছবি ও ভিডিও—যেগুলোর বেশিরভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব বিভ্রান্তিকর ছবি শনাক্ত করেছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দাবি করা হয়— জ্যামাইকায় হারিকেনের ধ্বংসযজ্ঞের দৃশ্য। সেখানে দেখা যায়, ঝড়ের তীব্র বেগে বাতাসে উড়ে যাচ্ছে নানা বস্তু, প্লাবিত রাস্তায় পড়ে আছে মইসহ বিভিন্ন জিনিস, ভেঙে পড়েছে গাছপালা ও ভবনের ছাদ।

তবে তদন্তে দেখা যায়, ছবিটি আসল নয়। ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটি এমন একটি অ্যাকাউন্ট থেকে এসেছে, যারা নিজেদের “এআই ভিজুইয়ালস’ শেয়ারকারী বলে পরিচয় দেয়।

পোস্টে বলা হয়, এটি নাকি জ্যামাইকার উপকূলীয় শহর ব্ল্যাক রিভার–এর একটি ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের ছবি। কিন্তু ভবনের বিন্যাস ও আশপাশের দৃশ্য ওই হাসপাতালের সঙ্গে মোটেও মেলে না।

গুগলের ডিপফেক শনাক্তকরণ টুলে ছবিটি বিশ্লেষণ করলে দেখা যায়—ছবিটির প্রায় প্রতিটি অংশেই গুগল অটোমেটিক জেনারেশন বিদ্যমান, যা প্রমাণ করে এটি কৃত্রিমভাবে তৈরি।

এছাড়াও ছবিতে কিছু স্পষ্ট অসঙ্গতি দেখা গেছে—যেমন ক্ষতিগ্রস্ত নারকেলগাছের পাতায় বারবার একই রকম নকশা এবং ভবনগুলোর গঠনে অস্বাভাবিক পুনরাবৃত্তি।

বিবিসি ভেরিফাই জানিয়েছে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায়ই সামাজিক মাধ্যমে এমন ভুয়া ছবি ও ভিডিও ছড়ায়। তাই এসব সময়ে তথ্য যাচাই না করে কিছু শেয়ার না করার পরামর্শ দিয়েছে তারা। নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকেই সত্যতা যাচাই করে তথ্য জানা—এই মুহূর্তে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ