ডেস্ক রিপোর্ট: ইতালির বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি এবং স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন আজ শুক্রবার পবিত্র ওমরাহ
পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এবার তিনি পুরো পরিবার নিয়ে ওমরাহ পালন করলেন। তিনি ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন সহধর্মিণী মোমেনা আক্তার নিলি, কন্যা উম্মে ফাতেমা লিজা, ছোট
ছেলে মোহাম্মদ তাজ উদ্দিন,মেয়ে জামাই আনোয়ার হোসেন এবং একমাত্র নাতি রেজাউল হোসেন। ওমরাহ পালন শেষে তারা আগামী ২৭ নভেম্বর ইতালির রাজধানী রোমে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ইতালি প্রবাসীসহ সকল বাংলাদেশের দোয়া কামনা করেছেন।
হাজী মোঃ জসিম উদ্দিন স্বদেশ বিদেশকে বলেন, হজ এবং ওমরা হজ পালন করলেও পরিবারের সকল সদস্যকে নিয়ে একসাথে কখনো যাওয়া হয়নি। এবার সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি ইনশাল্লাহ।
